Wings UniFutsal-2018
আলহামদুলিল্লাহ্, অঘোষিত গ্রুপ চ্যাম্পিয়ন আমাদের ড্যাফোডিল।
মিরপুর ইনডোর স্টেডিয়াম এ অনুষ্ঠিত হওয়া আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিপক্ষ টিম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজি এর মুখোমুখি হইয়। ওই ম্যাচ দুর্ভাগ্যক্রমে ৩-৩ গোলে ড্র করে খেলা শেষ হয়। ওই ম্যাচ এ অধিনায়ক শিশির দুইটি গোল এবং নাইজেরিয়ান স্টুডেন্ট জোসেব একটি গোল করেন। এবং ম্যাচ সেরা পুরষ্কার পান IUT এর একজন প্লেয়ার।
মিরপুর ইনডোর স্টেডিয়াম এ অনুষ্ঠিত হওয়া আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিপক্ষ টিম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজি এর মুখোমুখি হইয়। ওই ম্যাচ দুর্ভাগ্যক্রমে ৩-৩ গোলে ড্র করে খেলা শেষ হয়। ওই ম্যাচ এ অধিনায়ক শিশির দুইটি গোল এবং নাইজেরিয়ান স্টুডেন্ট জোসেব একটি গোল করেন। এবং ম্যাচ সেরা পুরষ্কার পান IUT এর একজন প্লেয়ার।
২য় ম্যাচ ছিল গ্রিন ইউনিভার্সিটির বিপক্ষে। ওই ম্যাচ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬-০ গোলের বিশাল ব্যাবধান এ জয়লাভ করে। পুরো ম্যাচে গ্রিন ইউনিভার্সিটি পাত্তাই পায়নি ড্যাফোডিল এর সাথে। ২য় ম্যাচ এ ড্যাফোডিল এর জোসেব ৪ টি গোল করে ম্যাচসেরার পুরষ্কার গ্রহন করেন। অপর দুইটি গোল এর মাঝে আরেক বিদেশী প্লেয়ার আওাল ১ টি এবং ক্যাপ্টেন শিশির ১ টি গোল করেন।
0 comments: