Sunday, June 26, 2016

ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাসের প্রথম বারের মত ফ্রেঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট

ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাসের প্রথম বারের মত ফ্রেঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট


(↓↓ Sports Update ↓↓)


সবুজ শ্যামলে ঘেরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রিন ক্যাম্পাস খ্যাঁত আশুলিয়া পার্মানেন্ট ক্যাম্পাসে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেঞ্চাইজি ভিত্তিক ইন্টার পার্মানেন্ট ক্যাম্পাস স্পোর্টস টুর্নামেন্ট। দুইধাপে অনুষ্ঠিত হবে খেলা। প্রথম ধাপে ফুটবল শুরু হবে আগামী জুলাইয়ে মাঝামাঝিতে। ফুটবল শেষ হওয়ার পরপরই শুরু হবে ক্রিকেট টুর্নামেন্ট।
টুর্নামেন্ট কমিটির সাথে কথা বলে জানা গেছে যে ফুটবল এবং ক্রিকেট , দুই ক্ষেত্রেই নতুন কিছু নিয়ম করা হচ্ছে যা আমাদের এখানে কখনো হয়নি। আশুলিয়া ক্যাম্পাসের সকল প্লেয়ারদের একসাথে করে তাদের নিয়ে লটারির মাধ্যমে টিম তৈরি করা হবে এবং প্রতিটা টিম এর মালিক হবেন একজন ফ্যাকাল্টি অথবা এডমিন। 
টুর্নামেন্ট টি নিয়ে টুর্নামেন্ট কমিটি খুব উচ্ছ্বসিত।এ নিয়ে কমিটির একজন বলেন "এধরনের টুর্নামেন্ট যদি সবসময় করতে তাহলে আমরা অনেক খেলোয়াড়দের খেলার সুযোগ দিয়ে ভাল ও মেধাবী খেলোয়াড়দের বের করে আনতে পারবো এবং দেশ ও জাতিকে কিছু মেধাবী ও প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় উপহার দিতে পারবো" ।

প্রোগাম ওয়াইজ বলেন্টিয়ারঃ (ফুটবল)
বলেন্টিয়ারদের নির্দিষ্ট ফরমে প্রাথমিক ১৫ সদশ্যের যারা শুধু ফুটবল ভাল খেলে তাদের তালিকা তৈরী করে কো-অরডিনেটর (আবু বকর সজিব) সহ AB-01, রুম নং ,১০৬ এ জমা করার জন্য বলা হল। (এখোনে বলেন্টিয়াররা থাকতেও পারে নাও পারে)। বলেন্টিয়ারদের মূল কাজ হল টুর্নামেন্টের মূল কমিটির সাথে কাজ করা।
মূল কমিটিই লটারীর জন্য খেলোয়ার ও দল চূড়ান্ত বাচাই করবে।




ডেড লাইনঃ ২৭-০৬-২০১৬ (৩.৩০টা)



বলেন্টিয়ার তালিকাঃ

Textile Engineering

Mustakimur Rahman( Muhin Took)
Md. Kamrul Hasan ( Shaun)

Computer Science and Engineering

Towfiqul Alom (Towfiq Omi)
Ariful slam ( Ariful Islam Oni)

Bachelor of Business Administration
Md. Sujan Molla
Md. Monirul Haque Anjon 

    Electrical and Electronics Engineering 
Md. Sayed Talukdar 
Riazul Islam (Riyad) 


 যদি ENG, SWE ,LLB, CIVIL প্রোগাম এর (যারা ভাল খেলতে পারে ,তারা Coordinator এর সাথে যোগাযোগ করতে হবে।
Coordinator: Abu Baker Siddik (Sajib) 
CSE-142 Batch.


-Sports Correspondent : Sarker M Shajeeb