Sunday, May 6, 2018

এস এস সি পরীক্ষার রেজাল্ট এবং তার পরবর্তী অবস্থা...নিয়ে কিছু কথা।

এস এস সি পরীক্ষার রেজাল্ট এবং তার পরবর্তী অবস্থা...নিয়ে কিছু কথা।

মেয়েটা কাদতে কাদতে বাসায় ফিরে
"মা;আমি এক সাবজেক্ট ফেল করেছি"
মা চোখ কপালে তুলে বলল "সর্বনাশ, এখন পাড়া পড়শি;আত্নীয় সজনদের মুখ দেখাবো কি করে"?
এই এক সাবজেক্ট ফেল রেজাল্ট মেয়েটার গোটা জীবনটাকেই বদলে দিল। পড়া শুনার পাঠ চুকিয়ে মেয়েটার গন্তব্য হলো রান্না ঘর;এখন থেকে পড়াশুনা বন্ধ। ফেল করা মেয়েদের সেকেন্ড চান্স বলে কিছু নেই;ছেলে হলে হয়তো উপার্জনের কথা মাথা রেখে বার বার চান্স দেওয়া যেতো।
পড়াশুনা যখন হলো না তখন ঘরের কাজ কর্ম;রান্না বান্না শিখুক;এতে বিয়েটা অন্তত ঠিক ঠাক ভাবে দেওয়া যাবে।
পরিবারের কেউ তেমন ভালো করে তার সাথে কথা বলে না;ড্রইং রুমে টিভির রিমোট যখন মেয়েটার হাতে থাকতো তখন বড় ভাই চেচিয়ে বলত "অই ফেল্লো;যা এক কাপ চা নিয়ে আয়
;পড়াশুনা না করে সব সময় টিভি দেখতি বলেই তো ঘোড়ার ডিমটা খেয়েছিস"
ছোট বোনটাকে কোন পড়া বুঝিয়ে দিতে গেলে সে ফিক করে হেসে বলতো "তুই তো ফেল করেছিস;আমাকে পড়া বুঝিতে দিতে পারবি?হি হি" 😀
বাবা তো মেয়েটার সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছিল।
তবুও একদিন তরকারিতে লবল বেশি হয়েছিল বলেই ধমকে বলেছিল "একটা কাজও কি তোকে দিয়ে হবে না?না হয়েছে পড়াশুনা;না হচ্ছে রান্নাবান্না;কোন গুন না থাকলে তোকে পাড়ার কাণা ল্যাংড়া বুড়োটাও বিয়ে করতে রাজি হবে না'।
সেই দিন মেয়েটা শেষ বারের মতো কেঁদেছিল;দরজা বন্ধ করে হু হু করে কেঁদেছিল;সেই কান্না কেউ দেখে নি;সেই বন্ধ দরজাটাও আর সে খুলে নি;
পরের দিন সকালে সবাই যখন রুমের দরজা ভেজ্ঞে তার ঘরে ডুকলো ততক্ষনে যে বড্ড দেরি হয়ে গিয়েছিল।মেয়েটা সিলিং ফ্যানে উড়না পেচিয়ে ঝুলে পড়েছে।
এইটা একটি কাল্পনিক ঘটনা;তবে এই সব ঘটনা সবার আড়ালে নীরবে নিভৃতে ঘটছে বলেই পত্রিকায় হেডলাইন হয়" পরীক্ষায় পাশ করতে না পারায় কিশোরীর আত্নহত্যা"।
অসময়ে সব কিছু হারিয়ে আফসোস করার চেয়ে; ঠিক সময়ে একটু সতর্ক হলে হয়তো সব কিছু হারাতে হতো না;
খারাপ রেজাল্টে সন্তানকে ধিক্কার না দিয়ে যদি তাকে নতুন করে উতসাহ দেওয়া যেতো;যদি পরিবারের সবাই বন্ধু হয়ে তার কষ্টের ভাগ নেওয়া যেতো;তাহলে হয়তো ঘটনার চিত্রটাই ঘুরিতে দেওয়া যেতো।
রেজাল্টের জন্য যদি সন্তানকে হারাতে হয় তবে সেই সন্তানের গোল্ডেন রেজাল্ট আপনার কি কাজে আসবে?
গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিল।

গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিল।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড-১৬ নিশ্চিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তারই ধারাবাহিকতায় আর রাউন্ড ১৬ এর ৩য় ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটির মুখোমুখি হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দারুন উত্তেজনা পূর্ণ এই ম্যাচে দুই দলই তাদের নৈপুণ্য বজায় রাখে। ফলে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে কোন দলই কোন গোল করতে সক্ষম হয়নি। তবে ম্যাচের মাঝে দুইটি সহজ সুযোগ এও ড্যাফোডিল এর গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি গোল করতে পারেনি। ফলাফল ম্যাচ গোল শুন্য ড্র।

তাই ম্যাচ ট্রাইব্রেকার এ গড়ায়। ট্রাইব্রেকার এ উভয় দল ৩ টি করে শট নেয়ার সুযোগ পায়। সোনারগাঁও ইউনিভার্সিটির একজন প্লেয়ার যখন ট্রাইব্রেকার এর একটি শট গোল বারের উপর দিয়ে শট করেন তখনি ড্যাফোডিল এর বিজয় নিশ্চিত হয়ে যায়।

এবং ড্যাফোডিল সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়।

আগামীকাল সকাল ৯ টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং যদি ড্যাফোডিল সেমিফাইনাল এ উঠে সেটাও হবে দুপুর ১২ টার দিকে। এবং যদি তারা সেমিফাইনালও জিতে যায় তাহলে দুপুর ৩ টার দিকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।