Saturday, June 11, 2016

জেনে নিন কিভাবে আপনিও আবেদন করতে পারবেন ডিভি লটারির জন্য

জেনে নিন কিভাবে আপনিও আবেদন করতে পারবেন ডিভি লটারির জন্য


বৈধ পন্থায় আমেরিকা যাওয়ার সপ্ন অনেকেরই। সেই সপ্নপূরনের পথে আরেকধাপ ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি। প্রতি বছরের মত এবারো যুক্তরাষ্টের পররাষ্ট মন্ত্রনালয় আয়োজন করেছে ডাইভার্সিটি ভিসা বা ডিভি-২০১৭ কর্মসূচী।

ডিভি লটারির আবেদন করার নিয়ম

প্রতিবছর বিভিন্ন দেশের প্রায় ৫৫০০০ লোক লটারীর মাধ্যমে এই ভিসা কর্মসুচীর আওতায় আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়।এই ভিসার জন্য আবেদন করতে কোনো ফি দিতে হয় না। শুধু ডিভি বিজয়ীদের ভিসা গ্রহনের সময় নির্ধারীত ফি দিতে হয়। আবেদন করার সময় যা যা পূরন করতে হবেঃ
ডিভি ওয়েবসাইটের নির্ধারিত আবেদনের ফরমে লিম্নলিখিত জিনিসগুলো সতর্কতার সহিত পূরন করবেনঃ

১। আবেদনকারীর পুরোনাম
২। জন্মতারিখ
৩। জন্মস্থান ( প্রার্থী যে শহরে/জেলায় জন্মগ্রহন করেছে/জন্মনিবন্ধন কার্ডে যা উল্লেখ আছে)
৪। দেশ
৫। আবেদনকারীর ছবি
৬। পুর্ণঠিকানা
৭। বর্তমানে যেই দেশে বসবাস করছেন।
৮। ফোন নম্বর ( যদি থাকে)
৯। ই-মেইল এড্রেস ( যদি থাকে)
১০। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যাতা
১১। বৈবাহিক অবস্থা
১২। সন্তানের সংখ্যা ( সন্তানের বয়স ২১ বছরের নিচে হলে )
১৩। স্বামী/ স্ত্রী সংক্রান্ত তথ্য (আবেদনকারী স্বামী হলে এই অংশে স্ত্রীর তথ্য দিতে হবে)
১৪। সন্তান সংক্রান্ত তথ্য
একজন আবেদনকারী একটির বেশি আবেদন করতে পারবেন না। তবে স্বামী-স্ত্রী পৃথকভাবে দুইটি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সফল্ভাবে সম্পন্ন হলে একটি “কনফার্মেশন নাম্বার” সহ আবেদনকারীর নাম ও জন্মসাল দেখানো হবে। ডিভির পরবর্তি ধাপের জন্য এই তথ্যগুলো সংরক্ষন করে রাখা জরুরী।পরবর্তি সময়ে অনলাইনে ভিসা প্রাপ্তি কিংবা স্ট্যাটাস জানতে এই তথ্যসমুহের দরকার হবে।
এই প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু হবে ১লা অক্টোবর মধ্যহ্ন থেকে। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ৩রা নভেম্বর মধ্যরাত পর্যন্ত। ডিভির ফল পাওয়া যাবে আগামী বছরের ১লা মে থেকে ৩০ই জুন পর্যন্ত অনলাইনে।
১লা অক্টোবর থেকে আবার শুরু হচ্ছে বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য স্বপ্নের ডিবি লটারি। ২০১৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিবি) কর্মসূচি চালু হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে এবারো ১৮টি দেশের নাগরিকরা ডিবিতে আবেদন করতে পারবেন না। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব দেশ গত ৫ বছরে ৫০ হাজারের বেশি করে অভিবাসী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।
ভারত, পাকিস্তান, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, চীন, ফিলিপাইন, ডমিনিক প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, হাইতি, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও যুক্তরাজ্যের (উত্তর আয়ারল্যান্ড বাদে)নাগরিকরা ডিবি ২০১৬ এর জন্য যোগ্য নয়।
অন্যান্য দেশের নাগরিকরা ১লা অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরবর্তীতে কম্পিউটার নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হবে।
আরো বিস্তারিত জানার জন্য স্টেট অফ আমেরিকার সরকারি ওয়েবসাইটে যেতে পারেন তবে এখানে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন ডিভিতে বাংলাদেশীরা আবেদন করতে পারবে কিনা তাদের জন্য বলে রাখা ভালো এই সুযোগ অনেকদিন থেকে বন্ধ ছিলো কিন্তু অবৈধ অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে বাংলাদেশ সহ আরো কয়েকটি কালো তালিকাভুক্ত দেশ এই সুযোগ পাচ্ছে বলে স্টেট অফ আমেরিকার সরকারি ওয়েবসাইট থেকে বলা হয়েছে।  ডিভি সংক্রান্ত যেকোন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
Three visionary Leaders are in one frame

Three visionary Leaders are in one frame



Mr. Sufi Mohamed Mizanur Rahman (honorable Chairman of PHP Family),
Mr. Md. Sabur Khan (honorable Chairman of Daffodil Group) & 
Mr. Syed Manzur Elahi (honorable Chairman of Apex Group).

Program: The Public lecture on Entrepreneurship by Mr. Syed Manzur Elahi (Founder & Chairman of Apex Group) held on June 11, 2016 at Daffodil International University Auditorium.
Clicked by Mr. Nadim Chowdhury (Official Photographer, DIU).
জেনে নিন; কম্পিউটার কি-বোর্ডের ১০০টি প্রয়োজনীয় শর্টকাট

জেনে নিন; কম্পিউটার কি-বোর্ডের ১০০টি প্রয়োজনীয় শর্টকাট



কম্পিউটারে মাউস দিয়ে ছোটখাট কাজ করাটা সাধারণ ব্যবহার‌ীদের জন্য খুবই আরামদায়ক। কিন্তু বড় ও জটিল সফটওয়্যারে কাজ করতে হলে দক্ষতা ও গতি বাড়াতে অবশ্যই কি-বোর্ড শর্টকাট জানতে হবে। অভ্যস্ত না হলেও চেষ্টা করে দেখুন, সাধারণ এমএস ওয়ার্ডে লেখালেখির সময়ও কিছু শর্টকাট জানা থাকলে কাজে গতি কতো বেড়ে যায়।
এখানে এমন একশর বেশি শর্টকাটের একটি তালিকা দেয়া হলো:
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box – Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)
Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
MMC COnsole Windows Shortcut keys
1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)


Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )
Four month long freelancing free training course by Coders Trust @ Daffodil Permanent Campus

Four month long freelancing free training course by Coders Trust @ Daffodil Permanent Campus



It is a matter of great pleasure that Coders Trust (http://global.coderstrust.com) is going to start a four months long training course (free of cost) on freelancing for the students of Permanent Campus. In this regard, an introductory session will be held as per follows:


Title of the seminar: Learn & Earn

Date: Sunday, June 12, 2016
Time: 14:30 – 16:00
Venue: Room-301 (AB01)


Resource Persons:
1. Country Director – CodersTrust Bangladesh
2. Line Lkoling – Head of Talent Finance, CodersTrust Global
3. Rifat M Huq – Head of students operation, CodersTrust Bangladesh
4. Asif Ahmed Tonmoy – Marketing Manager, CodersTrust Bangladesh

You are highly encouraged to attend in this seminar..
Over 150,000 students who cleared SSC have not applied for college admission

Over 150,000 students who cleared SSC have not applied for college admission

এবার Map ব্যবহার করার জন্য আর Internet Connection লাগবে না, অফলাইন এ ই ব্যবহার করতে পারবেন Map | Latest+Pro Version!!!

এবার Map ব্যবহার করার জন্য আর Internet Connection লাগবে না, অফলাইন এ ই ব্যবহার করতে পারবেন Map | Latest+Pro Version!!!


এখন GPS ব্যবহার করে কোন যায়গা খুজতে আর ইন্টারনেট লাগবে না।সম্পূর্ণ পেইড ভার্সন শুধু মাত্র আপনার জন্যই।
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।তেমনি আজকেও নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ।টাইটেল দেখে হয়তো অনেকেই এতোক্ষনে বুঝে গেছেন।আমরা অনেকেই GPS ব্যবহার করে বিভিন্ন যায়গা খুজে বের করি,তবে এর জন্য ডাটা কানেকশন অন করতে হয় এবং মেগাবাইট খরচ করতে হয়।তবে আমি যে অ্যাপ নিয়ে আসছি তা দিয়ে আপনি সম্পূর্ণ অফলাইন ভাবে যেকোন যায়গা খুজে বের করতে পারবেন।কোন প্রকার মেগাবাইট খরচ করতে হবে না।
অ্যাপটি ফ্রি ভার্সন পাওয়া যায় তবে আমি দিচ্ছি একদম পেইড ভার্সন।
App name: Gps arrow pro
size: 4mb

এক নজরে অ্যাপটির সংখিপ্ত রিভিউ দেখে নেয়া যাক।
*কোন প্রকার ডাটা কানেক্ট করার দরকার নাই।
*যেকোন যায়গা বা এড্রেস সার্চ করতে পারবেন।
*বন্ধুদের সাথে লোকেশন সেয়ার করতে পারবেন।
*Import KML, KMZ, LOC, GPX and LOCX files (Pro version only)
*Multiple units of measurement supported (Pro version only)
*Multiple coordinate systems support (DegDec, MinDec, DMS, UTM) (Pro version only)
*Interactive Google Map (Pro version only)
*Multiple languages supported
*Store unlimited destinations
*Please don’t leave a negative review without contacting us first!
তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।

ডাউনলোড করুন নীচে থেকেঃ

N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন. uc browser ব্যবহার করবেন]]
আরো কিছু টিউন যা আপনার অবশ্যয় কাজে লাগবেঃ
1. দূরের কথা শুনার জন্য আপনাকে আর কান পেতে থাকতে হবে না, আপনার Android ফোন ব্যবহার করেই দূরের কথা স্পষ্ট বুঝতে পারবেন do not miss!!!
2. নিয়ে নিন Android এর বস মিউজিক প্লেয়ার poweramp full version root+unroot সবার জন্য latest+cracked version!!!
3. নিয়ে নিন Android এর জন্য সব থেকে স্টাইলিশ launcher এর থেকে স্টাইলিশ launcher আপনি পাবেন না,এতো সুন্দর লুক দিবে আপনার ফোন কে আশ্চর্য হয়ে যাবেন latest+premium version!!
4. নিয়ে নিন Tubemate এর latest+material design+ads free+mod version!!! এই mod version আপনি আর কোথাও পাবেন না
5. আপনার ফোন কি স্লো কাজ করছে?আপনার ফোন কে দিন সুপার স্পিড আর স্লো হবে না latest+premium version!!!

Credit: Techtunes
মাত্র ২ মেগাবাইট এর সফটওয়ার দিয়ে Laptop/Desktop এর Screen Capture করুন | Best Screen Shot Software

মাত্র ২ মেগাবাইট এর সফটওয়ার দিয়ে Laptop/Desktop এর Screen Capture করুন | Best Screen Shot Software


সফটওয়ারটির নাম Lightshot।
অভিজ্ঞতা থেকে বলছি,অনেক স্ক্রিনশর্ট টুল ব্যবহার করেছি তবে এত কম মেগাবাইটের আর এত চমৎকার স্ক্রিনশর্ট টুল এর আগে ব্যবহার করিনি।
বিশ্বাস না হলে নীজে ব্যবহার করে দেখুন। ভাল লাগবেই ১০০% গ্যরান্টি। না লাগলে টাকা ফেরত :p

Example:



#শর্টকাট key: কম্পিউটারের PrintScreenSysRq বাটন :-)

ডাউনলোড করুন নীচের লিংক থেকেঃ

ডাউনলোড করে নিন IDM V6.25 build 16 final ভার্সন এবং সাথে Activator আর আজীবন ফ্রী ব্যবহার করুন

ডাউনলোড করে নিন IDM V6.25 build 16 final ভার্সন এবং সাথে Activator আর আজীবন ফ্রী ব্যবহার করুন


Internet Download Manager Feature:

১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেনযে অটোমেটিক আপনার ইউআরএল এডাউনলোড লিংক এসে গেছে।
২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন। আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন।দেখবেন ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।
৩। গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎভিডিও,অডিও,টেক্সট ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
৪। Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও বন্ধ করে দিতে পারবেন।
৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট।
৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস সম্পকে সচেতন করে।
কি নতুন আছে এই 6.25 build 21তে?
1। অটোমেটিক firefox 48  intrigation
2। অটোমেটিক chrome latest  intrigation
3। ফুল ভার্সন আফটার রান এক্টিভেটর
What’s new in version 6.25 Build 16
(Released: jun 09, 2016)
– Added support for Firefox 44,43 and SeaMonkey 2.39, 2.40, 2.41, 2.48
– Lowered CPU consumption
– Added support for new types of video streaming sites
– Fixed bugs

ডাউনলোড করুন নিচেঃ