হয়ে গেল ইন্টার পারমানেন্ট ক্যাম্পাস-২০১৬ ফুটবলের ফাইনাল ম্যাচ। এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে জমজমাট অায়োজন ছিল এটি।
চ্যাম্পিয়ান: হলুদ (১: ০) ম্যানাজারঃ জাহিদ
রানার্সঅাপ:সবুজ।(০ :১) ম্যানেজার ঃ পাশা স্যার।
অংশগ্রহনকরী দলেগুলোর নামঃ সবুজ, নীল, হলুদ, লাল।
দলের দায়িত্ব ছিলেন যথাক্রমেঃ ডঃ এ বি এম কামাল পাশা, অাঃ রহমান ঢালী/Ard Jony Ard Jony, কাইয়ুম হোসেন জাহিদ ও গোলাম মর্তুজা
চিন্তাধারা ও থিমঃ টুনামেন্টটির মূল চিন্তাধারা ছিল জনাব আঃ রহমান ঢালী স্যার এর। বিভিন্ন প্রোগামের (স্থায়ী ক্যাম্পাস) সেরা খেলোয়ারদের তালিকা থেকে প্রতিটি পজিশনের সেরা খেলোয়ারদের ক্রমান্বয়ে লটারী করে চারটি দলে সাজানো হয় ।
পুরস্কার বিতরনী তারিখ: পরবর্তীতে জানানো হবে বলে জানান টুর্নামেন্ট কমিটির একজন কর্মকর্তা।