forum





Post from:  Saker M Shajeeb
(Random Post)


ভার্সিটিতে এখন হাজারো বড় ভাই। অলিতে-গলিতে ,ফ্লোরে - ফ্লোরে , মাঠে-ঘাটে , রুস্তম এর দোকান থেকে দেওয়ান এর দোকানে ২য় সেমিস্টার থেকে ৭ম সেমিস্টার বিশেষ করে ২য় সেমিস্টারে এ পড়া বড় ভাইদের অস্থির ভাবে লক্ষ করা যায়। উনারা বড় ভাই! উনাদের নাম-গন্ধ অত্র এলাকার রিকশাওয়ালা আর রুস্তম বাদে কেউ জানেনা! কিন্তু উনারা বড় ভাই ! কারন উনারা মাথায় ডুকে গেছে বড়দের সামনে বিড়ি ফুঁকতে পারা, পায়ের উপর পা রেখে চা খাওয়া মানে বড় হয়ে যাওয়া।দুএকটা সিনিয়র ভাইদের সাথে দুএকদিন থেকে নিজেকেও সিনিয়র মনে করা আর কাউকে পাত্তা না দেয়া! এককথায় উনাদের রক্তে বেয়াদ্দপি ডুকে গেছে।

এইগুলা করে কেউ যদি নিজেকে বড় ভাই মনে করে আসলে ভাই তুই হলি ছাগলের তিন নাম্বার বাচ্চাটা! বেয়াদ্দপের জায়গা এই ড্যাফোডিল নয়। আর তর জায়গাও এই ড্যাফোডিল নয়! সরি ভাই আপনি তো বড় ভাই! দুঃখিত!
কোথাও যেন শুনেছিলাম " Blood say's lot's of thing. এগুলা দেখে আমাদেরও তাই মনে হয়। আসলে রক্ত অনেক কিছু বলে দেয়।
আর কিছু কিছু নির্দিষ্ট বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই " আপনাদের কাছে আকুল আবেদন ছোট ভাইদের সাথে চলাফেরা করেন ভাই ভাল কথা কিন্তু কখনো বন্ধুর মত ট্রিট কইরেন না! নতুবা আজকের মত ঘটনা প্রতিদিনকার ঘটনা হয়ে যাবে।"
আর এই ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলারে বলতে চাই ভাই তোরা যেই বড়ভাই গুলারে বড়ভাই মাইনা বেয়াদ্দপি শিখতেছিস তাদেরও বড়ভাইয়েরা এখনও কেম্পাসেই আছে।
সময় থাকতে ভাল হয়ে যা নতুবা নিসচুপ হয়ে চলাফেরা করা ভাইয়েরা কিন্তু আর ভাল থাকবেনা!



0 comments: