Saturday, May 5, 2018

হে - নবীন, সময় থাকতে বুঝতে শিখো।

তুমি আজকে ইউনিভার্সিটি তে নতুন আসছ। এলাকায়ে নেতা ছিলা। ইউনিভার্সিটি তে সবার সামনে দাঁড়াইয়া ধূমপান করতেছো। কেউ কিছু বলতেসে না। সিনিয়র আবার কে তারে চিনার দরকার নাই। সিনিয়র দেইখা আরও জুরে ধুঁয়া ছারলাম। সালাম দেয়া তো দুরের কথা উইঠা দারাও পর্যন্ত না। একসাথে বসে সিনিয়র ভাই দের পিছনে পিছনে তামাশা কর।
তোমার এইসব দেখে একজন সিনিয়র ভাই তোমাকে কিচ্ছু বলবে না। কারন সে এমনি এমনি বড় ভাই হয় নাই। তার থেকে বড় কথা অই সিনিয়র ভাই এর তোমাকে প্রয়োজন নাই। একজন সিনিয়রের এমনিতে যে সব প্রিয় ছুটো ভাই থাকে তারা তাকে যে পরিমাণ সম্মান করে তার আর তোমার মত দুইজনের কাছ থেকে সম্মান না পেলেও সম্মানের ঘাটতি পরবে না। কিন্তু তোমার কি তাকে দরকার নাই।
আমার ইউনিভার্সিটি জীবনে অনেক গুলো পাওয়ার মধ্যে একটা বড় পাওয়া হচ্ছে আমি অনেক গুলা খুব কাছের ছুটো ভাই পাইছি যারা গত চার বছরে আমার সাথে বেয়াদবি করা ত দুরের কথা উঁচু গলায়ে কথা বলে নাই কখনো। তারা আমাকে যে সম্মান টা দে ওইটা দেখে ওদের ছুটো ভাই রা ওদের কে তার থেকে বেশি সম্মান করে। ছোট ভাই বড় ভাই সম্পর্ক টা যে কত টা precious এইটা তুমি আজকে বুঝবা না। সিনিয়র হইলে বুঝবা। যখন দেখবা তোমার জুনিওর তোমার মুখে ধুঁয়া ছারসে তখন তুমি কিছুই বলতে পারবা না কারন তোমার কোন অধিকার নাই।
আমাদের আই টি সেক্টরে ৯০ ভাগ চাকরী হয় বড় ভাই বা কারো মাধ্যমে। আজকে যে তোমার সিনিয়র কালকে সে কোন এক কর্পোরেট অফিসের চাকরিজীবী। তোমার বেয়াদবি, বড় ভাই দের প্রতি তোমার অবজ্ঞা কিন্তু তাদের মনে সারা জীবন থেকে থাকবে। তখন পাস করার পর তারাও তোমাকে আর চিনবে না।
আমি মাঝে মধ্যে অবাক হয়ে আমার ডিপার্টমেন্টের কিছু জুনিয়র পলাপাইন এর ব্যাবহার লক্ষ করি। আর চিন্তা করি এরা জঙ্গল থেকে আসছে আরেক জঙ্গলে। পাস করে বের ও হবে জঙ্গলি হয়ে, মানুষ আর হবে না।
সময় থাকতে নিজের আচার আচরনে পরিবরতন আনো। সিনিয়র দের সম্মান দিতে না চাইলে দিও না। কিন্তু অসম্মান কইর না কখন।

SHARE THIS

Author:

0 comments: