Wednesday, October 26, 2016

দ্যা গ্রীণ ড্যাফোডিল


কর্ম ব্যাস্ত শহর থেকে একটু অদূরে আশুলিয়াতে অবস্থিত ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

যেখানে আপনি সারাটা দিনের ব্যাস্ততা থেকে একটু বেরিয়ে প্রকৃতির খুব কাছে গিয়ে সবুজের মাঝে প্রাণ ভরে দু দণ্ড নিঃশ্বাস নিতে পারবেন ।পাবেন সবুজের সতেজতা । সূর্যোদয় থেকে সূর্যাস্ত সারাটাদিন আপনি এখানে প্রকৃতির খুব কাছে থাকবেন । পাবেন বিকেলের আকাশে আলোকিত হওয়া গোধূলির মনোরম দৃশ্য। ঠিক যেনো সুখময় প্রকৃতির সাথে মিশে যাওয়া ।
-Radowan Nakib Rehan

SHARE THIS

0 comments: