বাংলা কম্পিউটিং কে আরো বেশী উন্নয়নের জন্য GDG Bangla (Google Developers Group Bangla) এক যোগে সারা বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে । এর ই সুত্র ধরে আগামি ১৯ আগস্ট ২০১৬ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে Google Developers Group-GDG Bangla আয়োজন করতে যাচ্ছে "A Day With Bangla Computing" । উক্ত অনুষ্ঠানে বাংলা কম্পিউটিং এর বিভিন্ন দিক নিয়ে এবং বাংলা কে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা হবে । পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে Google Developers Group-GDG Bangla ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে চ্যাপ্টার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছে ।
https://www.facebook.com/events/839887919480967?__mref=message_bubble
https://www.facebook.com/events/839887919480967?__mref=message_bubble
0 comments: