" মানুষ মানুষের জন্য । কেউই আজীবন বেচে থাকার অঙ্গীকার নিয়ে জন্ম গ্রহন করে না । তবে একটু সাহায্য সহানুভূতি মানুষের মাঝে অনেক দিন বাঁচতে শেখায় । পৃথিবীর ইতিহাসে যারা অপরের কল্যানের জন্য নিজেদের ত্যাগ স্বীকার করেছেন, তারা মরে গিয়েও আজও আমাদের মাঝে বেচে আছেন।অহঙ্কার আর টাকা পয়সা নিয়ে কেউ সুখ সুখ করলে সে কোন দিনই সুখী হতে পারে না । আসুন আমরা শুধু নিজেদের স্বার্থ ও সুখের কথা না ভেবে মানুষের দুঃখ কষ্ট গুলোকেও ভাগাভাগি করে নেই "
এমনই কিছু কথা লেখা, তাদের ফেইসবুক পেইজ এ। মূলত ২০১৪ সালের ১০ জুলাই কিছু সংখ্যক বন্ধু মিলে যাত্রা শুরু করেছিল স্বপ্ন পূরনের পথে। স্বপ্ন টা ছিল ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা কিনে দিয়ে তাদের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেয়ার। ইতিমধ্যে তারা ১৮০ জন সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে পেরেছে স্বপ্নযাত্রা। তারা সর্বদা অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের পাসে দাড়াতে বধ্যপরিকর। সামনের ঈদুল ফিতর কে সামনে রেখে প্রতি বছরের মত এবছরও তাদের ভলান্টিয়ার দল টাকা কালেকশনে পাড়ি জমিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির ক্যম্পাসে । "
সুবিধা বঞ্চিত শিশুদের পাসে এগিয়ে আসুন,ভাগাভাগি করে নিন ঈদ আনন্দ "নামে একটি ফেইসবুক ইভেন্টের মাধ্যমে ইতিমধ্যে তারা তাদের কার্যক্রম কে ছড়িয়ে দিয়েছে ফেইসবুক সহ অন্যন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ১৮ জুন, ২০১৬ ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যন জনাব মোঃ সবুর খান তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানান এবং সেই সাথে এর ভূয়ষী প্রসংশা করেন। তিনি স্বপ্নযাত্রা'র এমন মহতি উদ্যোগ এর পাশে সর্বদা আছেন বলেও ঘোষনা দেন।
SHARE THIS
0 comments: